বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়লেন অস্ট্রেলিয়ার নাগরিকরা

কূটনৈতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ১০:১০ এএম | আপডেট : ১১:২৪ এএম, ১৭ এপ্রিল, ২০২০

অস্ট্রেলিয়ার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের নিজ দেশে ফিরিয়ে নিতে ভাড়া করা একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ছেড়ে যাওয়া শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ওই ফ্লাইটে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন।

অস্ট্রেলীয় নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে পেরে বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিএএএবি, বাংলাদেশ পুলিশ ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন।

হযরত শাহজালাল বিমানবন্দরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রæয়ার অস্ট্রেলীয় নাগরিকদের বিদায় জানান।
গত সপ্তাহে এই ফ্লাইটটিতে সিট পেতে নিবন্ধন করার জন্য হাইকমিশন আহŸান জানানোর পর ৩৩৯ জন আবেদন করেছিলেন।
হাইকমিশন সূত্র জানিয়েছে শ্রীলংকান এয়ারলাইন্সের ভাড়া করা এই উড়োজাহাজে সিট রয়েছে ২৯৪টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন