মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারত রাজি থাকলে আইপিএল আয়োজন করতে চায় শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২০, ৬:৪৮ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্বাভাবিক অবস্থা না ফিরলে ১৩তম আইপিএল বাতিলও হতে পারে। তবে আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইপিএল আয়োজনের প্রস্তাবও দিয়েছে এসএলসি। কারন হিসেবে তারা জানায়, শ্রীলংকায় করোনাভাইরাসের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হলে স্বাভাবিক অবস্থায় ফিরবে শ্রীলংকা। তাই আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করে এসএলসি। এমনটা জানালেন এসএলসির সভাপতি শাম্মি সিলভা।

শ্রীলংকার গণমাধ্যমকে সিলভা বলেন, ‘বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি অনেকটাই ভালো। বিসিসিআই চাইলে আমরা আইপিএল আয়োজন নিয়ে কথা বলতে পারি।’

সিলভা আরও বলেন, ‘অতীতেও ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল হয়েছে। তারা চাইলে এবারও দেশের বাইরে করতে পারে। এ ব্যাপারে আমরা আগ্রহী। বিসিসিআই যদি ইতিবাচক সাড়া দেয়, তবে আমরা দেশের স্বাস্থ্য বিভাগের সাথে আলাপ করে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’

উপমহাদেশের মধ্যে শ্রীলংকাতে এখন করোনাভাইরাসের পরিস্থিতি অনেকটাই ভালো। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৩৮ জন। মারা গেছেন মাত্র ৭ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন