শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রেসপোর ভাষায়, ‘মেসি দুর্ভাগা’

প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : চার চারটি বৈশ্বিক ফুটবলের ফাইনাল। শেষ তিনটি ফাইনাল আবার পর পর তিন বছরে। ব্যাপারটা একবারে হেলাফেলার নয়। কিন্তু ভাগ্যটা এমনি যে, চার ফাইনালেই বরণ করতে হয়েছে পরাজয়ের বেদন মাল্য! এটাকে স্রেফ লিওনেল মেসির জন্য দুর্ভাগ্য ছাড়া কি! আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক তারকা হার্নান ক্রেসপোও তাই মনে করেন।
স্প্যানিশ পত্রিকা মার্কাকে দেয়া এক সাক্ষাতকারে ক্রেসপো বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল খুবই লড়াকু। আপনি যদি সর্বশেষ তিনটি টুর্নামেন্টের ফাইনাল দেখেনÑ দুটি কোপা আমেরিকা ফাইনাল ও একটি বিশ্বকাপ ফাইনাল; আপনি বড় সব আসরের ফাইনালে পৌঁছেছেন।’ প্রতিটা আসরেই দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ৫ বারের বর্ষসেরা। এবারের কোপায় ক্রেসপোকে ছাড়িয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার মুকুটও মাথায় চড়িয়েছেন ২৯ বছর বয়সী মেসি। এ কথা স্মরণ করেই ক্রেসপো বলেন, ‘আমাদের জাতীয় দলকে আমি জিততে দেখতে চাই, কিন্তু আমি বলতে চাই না যে মেসির কোন ভুল ছিল, এটা ভালো নয়। মেসি খুবই ভালো খেলেছে। সে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা। সে বিশ্বের সেরা খেলোয়াড়। এটা দুর্ভাগ্য।’
আর্জেন্টিনা শেষ কোন শিরোপা ঘরে তুলেছিল সেই ১৯৯৩ সালে। এরপর দীর্ঘ ২৩ বছর ফুটবল বিশ্বের ঐতিহ্যবাহী দলটির নামের পাশে নেই কোন শিরোপা। এজন্য হতাশা প্রকাশ করে সাবেক চেলসি ও এসি মিলান তারকা ক্রেসপো বলেন, ‘কিন্তু এটা মেসির বিষয় নয়। এটা ২৩ বছর জাতীয় দলের শিরোপা না জেতার বিষয়। এটা ঠিক, তারা অলিম্পিক গেমস জিতেছে (২০০৪ ও ২০০৮); কিন্তু একই সময়ে আমরা অনেকগুলো ফাইনালে হেরেছি। যাহোক, আমরা এখনো লড়াকু।’ তবে এই অবস্থা থেকে দল বেরিয়ে এস ঠিকই শিরোপা জিতবে বলে মনে করনে ৪১ বছর বয়সী সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার, ‘এটাই সঠিক পথ। আমি মনে করি পরবর্তীতে আমরা ঠিকই জয়ী হব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন