বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আড়াইহাজারে এক রাতে দুই ডাকাতি আহত ৩

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজারে এক রাতে দুটি ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর গ্রামে ও আড়াইহাজার-উচিৎপুরা সড়কের হাজী বেলায়েত কলেজের সামনে ডাকাতির ঘটনাগুলো ঘটে। ডাকাতদের হামলায় আহত হয়েছে ৩ জন। সিএনজি চালক নজু মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে আড়াইহাজার থেকে উচিৎপুরা যাওয়ার পথে বেলায়েত কলেজের সামনে ১টি সিএনজি ও ২টি অটোরিকশা গতিরোধ করে ৭/৮ জনের ডাকাত দল যাত্রীদের কাছ থেকে মোবাইল সেট ও নগদ টাকা লুটে নেয়। এরপর ডাকাত দল খাগকান্দা নৌ-ফাঁড়ি পুলিশের একটি গাড়ীকে থামানোর সংকেত দেয়। এ সময় পুলিশের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে এএস আই তুষ্ঠ লাল বিশ্বাস বলেন, আমি সুলতানসাদী বাজারে ডিউটি করতে গেলে কলেজের সামনে এ ঘটনা ঘটে। অপরদিকে একই রাত অনুমান পৌনে ২টার দিকে ডোমারচর গ্রামের পাওয়ারলুম ব্যবসায়ী গণি মিয়ার বাড়ীতে ডাকাত দল হানা দেয়। ডাকাতদেরকে বাধা দিতে গেলে এলাপাতাড়ি কুপিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গৃহকর্তা গণিমিয়া ও তার দুই ছেলে কলেজ ছাত্র নুরুল ইসলাম, শফিকুলকে আহত করে। পরে এলাকাবাসী জড়ো হলে ডাকাত দল পালিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন