শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেশবপুরে ছয় ব্যবসায়ীসহ আট জনকে মোবাইল কোর্টে জরিমানা

কেশবপুর উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ৪:৪৭ পিএম

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে কেশবপুর উপজেলা প্রশাসনের চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার উপজেলার বিভিন্ন স্থানে ছয় ব্যবসায়ী ও দুই ভাড়ায় চালিত মটোরসাইকেল চালক কে মোবাইল কোর্টে বসিয়ে জরিমানা আদায় করা হয়েছে।
কেশবপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা নুসরাত জাহান পপি জানান, সকালে যে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা সে সকল প্রতিষ্ঠান খোলার অপরাধে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে শনিবার ৬ ব্যবসায়ী ও ভাড়া চালিত ২ মটোরসাইকেল চালক কে জরিমানা করে আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ সরকা জানান, শনিবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার, সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর পৌরশহরের সরকারী নির্দেশনা না মেনে কতিপয় অসাধু ব্যবসায়ী তাদের দোকান খুলা রেখে জনসমাগমের সৃষ্টি করার দায়ে চায়ের দোকানদার আতিয়ার ররহমানকে ৫শত টাকা, মঙ্গলকোট বাজারের কাপড় ব্যবসায়ী রবিউল ইসলামকে ৫শত টাকা, ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী আক্তার হুসাইনকে ৫শত টাকা, আগরহাটি-ভাইনা বাজারের ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী আফসার আলীকে ৫শত টাকা, কলাগাছি বাজারের ইলেক্ট্রোনিক্সের ব্যবসায়ী সোহেল রানা ১ হাজার টাকা,ও তৌহিদুজ্জামানকে ১হাজার টাকা জরিমানা করেন। এছাড়া বাউশালা গ্রামের ইব্রাহিম হোসেনকে ( ভাড়া মটরসাইকেল চালক) ২শত টাকা এবং কুসুলদিয়া গ্রামের হাসানুজ্জামানকে (ভাড়া মটরসাইকেলচালক) ২শত টাকা জরিমানা করে আদায় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন