উত্তর : পাওয়া যাবে প্রবল আশা থাকলে জাকাত দিতে হবে। প্রতি বছর না দিলে বছরের হিসাব রাখতে হবে। যখন পাওয়া যায় তখন মধ্যবর্তী সব বছরের জাকাত দিতে হবে। এতে দেখা যাবে পাওনা টাকা সবই জাকাতে চলে গেছে। এটিই ঋণদানের সওয়াবের অন্যতম কারণ। মানুষ নিজের হক অন্যকে দিয়ে দেয়। পূর্ণ অনিশ্চয়তা দেখা দিলে আর জাকাত দিতে হয় না। শরীয়তে এমন ঋণ কে ‘দাইনে জয়ীফ’ বলে। অর্থাৎ, যা পাওয়া যাবে বলে মনে হয় না। আবার পেয়ে গেলে হিসাব করে মধ্যের বছরগুলোর জাকাত দিতে হয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন