মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে চালু হচ্ছে আইসিইউ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

অবশেষে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হচ্ছে দশটি আইসিইউ শয্যা। আগামীকাল আইসিইউ পরীক্ষামূলকভাবে চালু করা হতে পারে। ইতোমধ্যে দশটি আইসিইউ শয্যা স্থাপনের কাজ শেষ হয়েছে।
এদিকে আলোর মুখ দেখছে তিন বছর গুদামে পড়ে থাকা আরো আটটি আইসিইউ শয্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পড়ে থাকা এসব শয্যা বসানো হচ্ছে। সরকারি এ হাসপাতালে আইসিইউ সুবিধা ছিল না। করোনা রোগীর চিকিৎসায় আইসিইউ ইউনিট চালু উদ্যোগ নেয়া হয়। আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রাখতে তিনটি আবাসিক হোটেল প্রস্তুত করা হয়েছে। হোটেল তিনটি হলো- স্টেশন রোডের হোটেল দি এলিনা, হোটেল এশিয়ান এসআর ও হোটেল প্যারামাউন্ট। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ওই তিনটি আবাসিক হোটেল করোনা ভাইরাসের চিকিৎসায় নিয়োজিতদের থাকার জন্য ব্যবহৃত হবে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে করোনা ইউনিটে কর্মরত চিকিৎসক নার্সদের খাবারের সঙ্কট চলছে বলে অভিযোগ করেছেন কয়েক জন নার্স। তাদের ঘুম এবং বিশ্রামের ব্যবস্থাও অপ্রতুল। চট্টগ্রামের এ দুটি হাসপাতালে ২৭ জন রোগী আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন