শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

বেতনের দাবিতে নগরীর আগ্রাবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার বাদামতলী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ফ্রাঙ্ক গার্মেন্টস নামে একটি কারখানার কয়েকশ শ্রমিক।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ দাশ ইনকিলাবকে বলেন, শতাধিক শ্রমিক রাস্তায় অবস্থান নেয়। তারা বেতনের দাবিতে মিছিল করে। দ্রুত এ বিষয়ে মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হয় । তারা আগামী ২৮ এপ্রিল বেতন ভাতা প্রদান করার অঙ্গীকার করে। পরে শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়।
ত্রাণের দাবিতে মিছিল : নগরীর হালিশহর বড়পুল এলাকায় ত্রাণের দাবিতে মিছিল করেন পরিবহন শ্রমিকেরা। হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বড়পুল মোড়ে সিএনজি অটোরিকশা চালকরা সড়কে জড়ো হয়ে ত্রাণের দাবিতে বিক্ষোভ শুরু করে। তাদের বুঝিয়ে আধা ঘণ্টা পর সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
চালকরা বলছেন, ২০ দিনেরও বেশি সময় ধরে তারা গাড়ি নিয়ে সড়কে নামতে না পারায় কোনো রোজগার নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন