শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে বিদ্রোহীদের হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ২:২৪ পিএম

করোনা পরিস্থিতির মধ্যেই অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালায় ভারত। তাদের অভিযানে অনেক মুক্তিকামী নিহত হন। এবার পাল্টা হামলায় ৩ ভারতীয় সেনা নিহত হল। শনিবার উত্তর কাশ্মীরের সোপোরে বিদ্রোহীদের গুলিতে নিহত ৩ জন ছাড়াও আরও ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

হামলা প্রসঙ্গে সিআরপিএফ-এর স্পেশাল ডিজি জুলফিকর হাসান জানিয়েছেন, ‘ওই এলাকায় একটা চেকপয়েন্ট ছিল। চেকপয়েন্ট লক্ষ্য করে বিদ্রোহীরা গুলি চালায়। পাল্টা জবাব দিই আমরা।

সিআরপিএফ-এর মুখপাত্র জানিয়েছেন, ‘ওই চেকপোস্টে সিআরপিএফ-এর ১৭৯ ব্যাটেলিয়ন ও জম্মু-কাশ্মীর পুলিশের প্রহরা থাকে। হামলায় আহত সৈন্যদের শ্রীনগরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোপোরের পুলিশ সুপার জাভেদ ইকবাল জানিয়েছেন, ‘এলাকায় বিদ্রোহীদের উপস্থিতি রয়েছে এমনটা আঁচ করে এলাকায় তল্লাশি অভিযান চালাই আমরায়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

উল্লেখ্য, এ নিয়ে কাশ্মীরে এক সপ্তাহে তিনবার হামলার ঘটনা ঘটল। শুক্রবার ভারতীয় সেনার গুলিতে জম্মু-কাশ্মীরে ৪ বিদ্রোহী ও কিস্টওয়ার জেলায় ২ বিদ্রোহী নিহত হয়। পাল্টা হামলায় স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়। সূত্র: ডিপিএ, ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
জোহেব শাহরিয়ার ১৯ এপ্রিল, ২০২০, ৩:২৩ পিএম says : 0
কিসের বিদ্রোহী?তারা বিদ্রোহী নয়,তাদের মুক্তিযোদ্ধা বলুন।দয়াকরে ........... কবিরদের মতো কথা বলে নিজেদেরকে ভারতীয় গুপ্তচর প্রমাণ করবেন না। একাত্তরের প্রসঙ্গ আসলে তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেন।তা বাংলাদেশের স্বাধীনতাকামীরা মুক্তিযোদ্ধা আর কাশ্মীরের ওরা বিদ্রোহী,তাই না।এসব ........ বন্ধ করুন।
Total Reply(0)
MD. AL AMIN ২৩ মে, ২০২০, ১১:১৬ এএম says : 0
কিসের বিদ্রোহী?তারা বিদ্রোহী নয়,তাদের মুক্তিযোদ্ধা বলুন।দয়াকরে ........... কবিরদের মতো কথা বলে নিজেদেরকে ভারতীয় গুপ্তচর প্রমাণ করবেন না। একাত্তরের প্রসঙ্গ আসলে তো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেন।তা বাংলাদেশের স্বাধীনতাকামীরা মুক্তিযোদ্ধা আর কাশ্মীরের ওরা বিদ্রোহী,তাই না।এসব ........ বন্ধ করুন।
Total Reply(0)
MD. AL AMIN ২৩ মে, ২০২০, ১১:১৭ এএম says : 0
INDIA SHOULD BY DESTROYED ...
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন