বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভিডিও কনফারেন্সে বাহফে সভাপতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের থাবায় বর্তমানে গোটা বিশ্ব বিপর্যস্ত। এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশের প্রায় ২৪ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দেড় লাখেও বেশি। এ প্রতিবেদন লেখার সময় গতকাল বিকেল পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪৫৬ জন। এদের মধ্যে মৃত্যু ঘটেছে ৯১ জনের। এমন পরিস্থিতিতে বিশ্বের সব দেশেই অফিস, আদালত, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে বিশ্বের সব নামী ক্রীড়া আসর আগেই স্থগিত করা হয়েছে। খেলা নেই. তাই ঘরে বসেই খেলোয়াড়রা অলস সময় পাড় করছেন। যে যার মতো ঘরবন্দি থেকেই নিজেদের ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন। করোনাভাইরাসের সংক্রমণরোধে সতর্ক থাকতে সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) কার্যালয় বন্ধ রাখা হয়েছে। প্রায় মাসখানেক যাবত অনলাইনের মাধ্যমে সকল জরুরী কাজ সম্পন্ন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল নির্বাহী কমিটির কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন বাহফে সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। কনফারেন্সে তিনি আন্তর্জাতিক, ঘরোয়া টূনার্মেন্ট ও লিগ এবং ফেডারেশনের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের খোঁজ-খবর নেন। দুই ঘন্টা ব্যাপী ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক টুনার্মেন্টের ভবিষ্যৎসহ স্বল্প আয়ের খেলোয়াড়দের সহায়তার লক্ষ্যে নির্বাহী কমিটির কর্মকর্তাদের মতামত নেন বাহফে সভাপতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন