শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

না.গঞ্জের চাষাঢ়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

নারায়ণগঞ্জে কর্মরত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দলে দলে সড়কে নেমেছে। গত শনিবার ফতুল্লার প্যারাডাইস ক্যাবলের শ্রমিকরা এই মহামারীকে উপেক্ষা করে প্রাণের মায়া ত্যাগ করে ১০ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়কে নামেন। এ খবর পেয়ে পুলিশ বিক্ষোভরত শ্রমিকদের সান্ত¡না দিয়ে বাড়িতে ফেরালেও গতকাল সকালে আবারো রাস্তায় নেমে আসে।
নগরীর চাষাড়া এলাকার বিজয়স্তম্ভের সামনে আন্দোলনরত শ্রমিকরা বলেন, পেটতো লকডাউন মানে না। না খেয়ে ধুকে ধুকে মরার চেয়ে করোনায় আক্রান্ত হয়ে সপরিবারে মরা ভালো। আমরা সব ডাউন মানব আমাদের খাবারের ব্যবস্থা করুন। আমরা আর পারছি না। সন্তানদের মুখে লবন ভাততো দূরের কথা শুধু ভাত তুলে দিতে পারছি না।
আমরা কাজ করে পাচ্ছি না ন্যায্য পাওনা, না পারছি গ্রামে যেতে। সেই সাথে পাচ্ছি না সরকারি বা স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি সহয়তা খাদ্য সামগ্রীর বন্যা বইছে অথচ আমরা মানবেতর জীবন কাটাচ্ছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন