শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কলেজছাত্রকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
রাজবাড়ী সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র নাজমুল হাসান (২০)-কে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে জেলা শহরের কলেজ রোডের প্রবেশপথে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তাকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমুল জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজার এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে। আহত নাজমুল বলেন, সে তার গ্রামের বাড়ি থেকে ওইদিন রাত সাড়ে ১১টার দিকে সাটল ট্রেনযোগে রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছান। সেখান থেকে আধা কিলোমিটার দূরে রাজবাড়ী সরকারি কলেজের পাশের জননী মঞ্জিলের ম্যাচের উদ্দেশ্যে একা পায়ে হেঁটে রওনা হন। কলেজ রোডে প্রবেশ করতেই একাধিক দুর্বৃত্ত তার গতিরোধ করে। এসময় দৌড়ে পালানোর সময় পেছন থেকেই দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। এতে তার গলা, ঘাড় ও পিঠের বিভিন্ন স্থানে গুরুতর জখমের সৃষ্টি হয়। তবে তার ধারণা দুর্বৃত্তরা ছিল ছিনতাইকারী। মোবাইল ফোন ও নগদ টাকাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিতেই তাকে এভাবে কুপিয়ে জখম করেছে। রাজবাড়ী থানার এসআই সোলাইমান কাজী বলেন, রাতেই তিনি ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছেন। আহত কলেজ ছাত্রের সাথে কথা বলেছেন। সেই সাথে দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছেন। তবে এ ঘটনায় গত রোববার বিকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও তিনি জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন