শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন ডিএনসিসির প্যানেল মেয়র

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

রাজধানীর মিরপুরের পূর্ব বাইশটেকী ঈমাননগর এলাকায় ৪৫৫টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা। রাতে অসহায় পরিবারের মাঝে নিজেই এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন তিনি। এর আগে মিরপুর-১৩ টিনশেড ও মিরপুর-১৪ এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন জামাল মোস্তফা।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ডিএনসিসি, ওয়ার্ড কাউন্সিলর, অন্যান্য জনপ্রতিনিধির উদ্যোগে এ পর্যন্ত মোট এক লাখের বেশি অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডিএনসিসি। এর মধ্যে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ১৭ হাজারের বেশি পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত ডিএনসিসির ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের’ আওতায় ডিএনসিসির মাধ্যমে বিভিন্ন এলাকায় অসহায় প্রতিটি পরিবারকে চাল ১২ কেজি, আটা ৭ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, গুঁড়া দুধ ১ কেজি, সুজি ১-২ কেজি, পেঁয়াজ ২ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল ২ কেজি, বুটের ডাল ১ কেজি করে বিতরণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে মোট ৫ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে। গতকাল রোববারও দিনব্যাপী ডিএনসিসির বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ###

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন