বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিএসএফ’র নিষ্ঠুর নির্যাতনের পর বাংলাদেশি যুবককে বিজিবি’র কাছে হস্তান্তর

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ৭:৪১ পিএম

বাংলাদেশি যুবকের উপর নিষ্ঠুর নির্যাতন করে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (২০ এপ্রিল) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি সীমান্তে পতাকা বৈঠকে ওই যুবককে ফেরত দেয় বিএসএফ। 

বিএসএফ’র নির্যাতনের শিকার যুবকের নাম তবিবর রহমান (২৮)। তিনি কুশখালির কলবাজার এলাকার আব্দুল লতিফের ছেলে।
তবিবরের ভাই রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, রোববার রাত ১১ টার দিকে তিনজন ব্যক্তি তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সোমবার সকালে খোঁজ নিয়ে জানতে পারি তার ভাইকে বিএসএফ প্রচন্ড মারপিট করে বাঁেশ করে ঝুলিয়ে দুবলিয়া ক্যাম্পে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে জানালে তারা পতাকা বৈঠকের মাধ্যমে বিকালে তার ভাই তবিবরকে ফেরত নিয়ে আসেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন