শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্যতিক্রমী বিয়ের আয়োজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

উত্তর স্পেনের শহর আর্নেদোর বাসিন্দা হোসে ও ডেবরাহ জুটি নিজেদের অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। মাইকে উচ্চস্বরে তাদের বিয়ে পড়ানো হয়। প্রতিবেশীরা নিজ নিজ বাড়ির বারান্দা থেকে, কেউ কেউ রাস্তায় দাঁড়িয়ে হাততালি দিয়ে তাদের শুভেচ্ছা জানান। কয়েকজন রীতিমতো ব্যানার হাতে শুভেচ্ছা জানান নবদম্পতিকে। নগরীর মেয়র হ্যাভিয়ার গার্সিয়া রাস্তায় দাঁড়িয়ে তাদের বিয়েতে অংশ নেন। ড্রোন ক্যামেরায় বিয়ের পুরো অনুষ্ঠান ভিডিও করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে গত ১৪ মার্চ স্পেন লকডাউন করা হয় । ঘরবন্দি হয়ে পড়ে দেশটির প্রায় চার কোটি ৭০ লাখ মানুষ। ঘরবন্দি জীবনে পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে বারান্দাই এখন মানুষের আশ্রয়। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন