বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যশোরে ফের বিক্ষোভ

খাদ্য সহায়তার দাবি

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২০, ১১:৫১ পিএম

যশোরে খাদ্য সহায়তার দাবিতে গতকাল প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক অভাবী নারী পুরুষ। বিক্ষোভকারী পপি খাতুন জানান, তার স্বামী রাজমিস্ত্রি কাজ করেন। প্রায় একমাস কাজ বন্ধ। ঘরে খাবার নেই। এখনো কোন জনপ্রতিনিধি আমাদের ত্রাণ সাহায্য দেননি।
যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ত্রাণের আশ্বাস দিলে তারা বাড়ি ফিরে যান।
এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ দৈনিক ইনকিলাবকে গতকাল জানান, যশোর জেলায় পর্যাপ্ত ত্রাণ সাহায্য বিতরণ করা হচ্ছে। আমি আজ থেকে কোথায় কেন ত্রাণ পৌঁছাচ্ছে না আরো কঠোরভাবে তদারকি করবো। পৌর এলাকায় ত্রাণ বিতরণ চলছে। কোথাও কোন অসুবিধা হওয়ার কথা নয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সানোয়ার হোসেন জানান, জেলায় এ পর্যন্ত প্রায় ৩৫ লাখ নগদ টাকা ও প্রায় ১২শ’ মেট্রিক টন চাল ত্রাণ সাহায্য দেয়া হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন