শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সীমিত পরিসরে সেবা দিচ্ছে ডাক বিভাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫৩ পিএম

নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত সরকার ঘোষিত ছুটিকালীন ডাকসেবা অক্ষুণ্ণ রাখার স্বার্থে বিগত ২৮ মার্চ থেকে জিপিও, জেলা প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিস, টাউন সাব পোস্ট অফিসসমূহ এবং সীমিত সংখ্যক গ্রামীণ ডাকঘর ও ডিজিটাল ডাকঘরের কার্যক্রম চালু রয়েছে। এ সকল ডাকঘর হতে সীমিত পরিসরে সকল কার্যদিবসে ১০টা হতে ১টা পর্যন্ত সম্মানিত গ্রাহক সাধারণকে ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ঔষধপত্র ও করোনা চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ই-কমার্স, ইএমটিএস, ডাক জীবন বীমা সেবা সীমিত পরিসরে বিশেষ ব্যবস্থায় প্রদান করা হচ্ছে। সমগ্র দেশের ডাক চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে ডাক বিভাগের মেইল গাড়িসমূহ নিয়মিত চলাচল করছে।
ডাক বিভাগের জনপ্রিয় ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” সার্ভিস প্রদান করার জন্য ৭০ হাজার “নগদ” সার্ভিসের আউটলেট খোলা রাখা হয়েছে। সম্মানিত গ্রাহক সাধারণ তাদের নিকটস্থ “নগদ” সার্ভিসের আউটলেট হতে এই সেবা গ্রহণ করতে পারবেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন