বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রত্যাখ্যান

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কে অভ্যুত্থানচষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছিলেন ইনসারলিক বিমানঘাঁটির কমান্ডার জেনারেল বেকির এরকান ভ্যান। কিন্তু যুক্তরাষ্ট্র তার সে আবেদন প্রত্যাখ্যান করেছে। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। ওই রিপোর্টে বলা হয়েছে, বেকির এরকান ভ্যান আমেরিকান কর্মকর্তাদের কাছে রাজনৈতিক ওই আশ্রয় চেয়েছিলেন। এ বিষয়টি জানেন এমন একজন ব্যক্তি এ তথ্য দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে, জেনারেল বেকির এরকান ভ্যান তুরস্কের বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল। সিরিয়ায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সেনারা তুরস্কের ইনসারলিক বিমানঘাঁটি ব্যবহার করে থাকে। এখানকার কমান্ডার ছিলেন বেকির এরকান ভ্যান। ব্যর্থ অভ্যুত্থান চেষ্টা জড়িত থাকার অভিযোগে কয়েকজন নিম্ন পদস্থ কর্মকর্তা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সদস্য থাকার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়াও অভিযোগ আনা হয়েছে যে, তিনি তুরস্কে নির্বাচিত একটি সরকারকে শক্তি প্রয়োগ, সহিংসতার আশ্রয় নিয়ে উৎখাতের চেষ্টার অংশ ছিলেন। নিউ ইয়র্ক টাইমস ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন