শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মহড়ার কথা বলে অভ্যুত্থান

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মহড়ার কথা বলে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জুনিয়র সেনাদেরকে নামানো হয়েছে বলে জানিয়েছেন আটক সেনাদের কয়েকজন। তুরস্কের হুররিয়াত ডেইলি নিউজের বরাত দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে এ তথ্য জানিয়েছে। সামরিক সদর দফতরে আটক সেনাদের কয়েকজন জিজ্ঞাসাবাদে জানায়, এটা যে অভ্যুত্থান ছিল বিষয়টি তারা জানত না। সাধারণ জনতা যখন ট্যাংক দখল করে সেটাতে চড়ে বসছিল, তখন কিছু সেনা বুঝতে পারে অভ্যুত্থানের অংশ হিসেবেই তাদেরকে নামানো হয়েছিল। এখন পর্যন্ত অভ্যুত্থানে জড়িত প্রায় ৬০০০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে জ্যে এক জেনারেলও রয়েছেন। আটককৃতদের অনেককে সামরিক সদর দফতরে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে নেমে আসে গণতন্ত্রপন্থী জনগণ। তাদের সঙ্গে যোগ দেন গণতন্ত্রপন্থী সেনা ও পুলিশ সদস্যরা। ফলে ব্যর্থ হয় অভ্যুত্থানের চেষ্টা। এ ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন যাদের মধ্যে ১৬১ জন গণতন্ত্রপন্থী নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক। নিহত বাকিরা অভ্যুত্থানকারী। আহত হয়েছেন ১ হাজার ৪৪০ জন।দ্য ইন্ডিপেন্ডেন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন