শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এরদোগানের বিমান আটক করতে চেয়েছিল অভ্যুত্থানকারীরা

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে বহনকারী বিমানটি আটক করতে চেয়েছিল অভ্যুত্থানকারীদের অন্তত দুটি এফ-সিক্সটিন জঙ্গি বিমান। রয়টার্সের বরাত দিয়ে প্রেস টিভি এ খবর দিয়েছে। অভ্যুত্থান চলাকালে এরদোগান যখন মারমারিস অবকাশ কেন্দ্র থেকে বিমানে করে ইস্তাম্বুলে আসছিলেন তখন অভ্যুত্থানকারীদের অন্তত দুটি বিমান তাদের পিছু নিয়েছিল বলে তুরস্কের একজন সাবেক সামরিক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স খবর দিয়েছে। এতে বলা হয়েছে, এরদোগানের বিমানকেও দুটি এফ-সিক্সটিন জঙ্গি বিমান নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু অভ্যুত্থানকারীদের বিমানগুলো এরদোগানকে বহনকারী বিমানের রাডার ব্যবস্থা অচল করে দিতে সক্ষম হয়। অভ্যুত্থানকারীরা এরদোগানের বিমানকে আটক করতে চেয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে। তুরস্কের সাবেক সামরিক কর্মকর্তা বলেছেন, অভ্যুত্থানকারীদের বিমান থেকে কেন গুলি ছোড়া হয়নি তা এখনও তার কাছে রহস্য হিসেবেই রয়ে গেছে। রয়টার্স সাক্ষাৎকারদাতা সামরিক কর্মকর্তার নাম প্রকাশ করেনি। আকাশে এরদোগানের বিমান সমস্যায় পড়েছিল বলে তুরস্কের একটি সরকারি সূত্র থেকেও দাবি করা হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন