শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কর্মহীন ও নিম্নবিত্তদের মধ্যে সিলেটে ত্রাণ বিতরণে সেনাবাহিনী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৪:৩৮ পিএম

সিলেটে কর্মহীন ও নিম্নবিত্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। করোনা মহামারিতে সংকটাপন্ন অসহায় পরিবারদের মাঝে বিতরণ করা হয়েছে শুকনো খাদ্য ও অন্যান্য সামগ্রী। রবিবারও সিলেটের কাপনাকান্দি এলাকায় এ খাদ্য সমাগ্রি বিতরন করা হয় এসআইএন্ডটির ব্যবস্থাপনায়। কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে সেনা সদরের নির্দেশক্রমে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর অন্তর্ভুক্ত প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থ জনসাধারণের জরুরী সাহায্য হিসেবে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আর্টডকের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে ২০০০ পরিবারকে শুকনো খাবার, মাস্ক এবং ১০০০টি হ্যান্ড সানিটাইজার বিতরণ করা হয়েছে। এছাড়াও সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায় সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা প্রদানও অব্যাহত চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন