বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নাসিরনগর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বন্ধন যুব সংগঠন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ৭:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলখাঁর কান্দি গ্রামে করোনা ভাইরাসের কারণে কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে। গত সোমবার দুপুরে ফুলখাঁর কান্দি দক্ষিণ পাড়া বন্ধন যুব সংগঠনের উদ্যোগে ওই গ্রামের কর্মহীন হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,তেল,পেয়াঁজ,আলু,লবনসহ নিত্য প্রয়োজনীয় পণ্য খাদ্য সামগ্রী সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন । খাদ্য সামগ্রী যারা অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন তারা হলেন- ফুলকারকান্দি দক্ষিণপাড়া বন্ধন যুব সংগঠনের সভাপতি আল-আমিন,সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ নেতৃত্বে সংগঠনের সদস্যরা। বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ মুরুব্বী সিরাজ উদ্দিন চিশতী,হাজ্বী আজাহার,ছামাদ মিয়া,আঃ কুদ্দুস,হাতিম মিয়া,আবদুল মজিদ মাষ্টার,ছোয়াব আহমেদ,রোকনউদ্দিন ও মুক্তুল হোসেনসহ আরো অনেকে।
এসময় বন্ধন যুব সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ বলেন আমাদের সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন