শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইতালিতে বৈধতা পাচ্ছেন ৬ লাখ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন ছয় লাখ অবৈধ অভিবাসী। গত ১৮ এপ্রিল এমন ইঙ্গিত দেয় দেশটির কর্তৃপক্ষ। ইতোমধ্যেই অভিবাসীদের বৈধতা নিয়ে ১৬ পৃষ্ঠার একটি খসড়া আইন প্রস্তুত করা হয়েছে। এ উদ্যোগ করোনায় বিপর্যস্ত দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে। অবৈধ অভিবাসীদের বৈধতা দেবার এই প্রক্রিয়ার খসড়া খুব শিগগিরই পার্লামেন্টে উপস্থাপন তোলা হবে বলে জানিয়েছে ইতালির শ্রম মন্ত্রণালয়। ১৬ পৃষ্ঠার ওই খসড়ায় বলা হয়েছে, কৃষি, মৎস্য, পর্যটনের মতো খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজের চুক্তির মাধ্যমে কাগজ দেওয়া হবে। ইতালি সরকারের নির্ধারিত যাবতীয় প্রক্রিয়া অনুসরণ করলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে। এই প্রক্রিয়ায় নির্দিষ্ট কর্ম মেয়াদের চুক্তিতে অবৈধ অভিবাসী কর্মীদের বৈধতা দেওয়া হবে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন