শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান মহোৎসব

প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রত্যন্ত অঞ্চলের মাটি ও শেকড়ের সুর নিয়ে আয়োজিত লোক সঙ্গীতে দেশের সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান ২০১৬’ পৌঁছেছে তার কাক্সিক্ষত লক্ষ্যে। সেরা সাত প্রতিযোগীকে নিয়ে আগামী ২২ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মহোৎসব। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মহোৎসবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টার প্রাইজেস-এর পরিচালক তৌফিকুর রহমান, অনুষ্ঠানের প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু এবং অনুষ্ঠানের পরিচালক ইজাজ খান স্বপন। এদেশের সমৃদ্ধিশালী গানের ভাÐার লোকসঙ্গীত। সংরক্ষণের অভাবে অনেক জনপ্রিয় পুরনো গান হারিয়ে যাচ্ছে। এখন যে গানগুলো আছে সেই গানগুলো যাতে হারিয়ে না যায় সে জন্য সতর্ক থাকতে হবে। এই দায়িত্ববোধ থেকে আড়ং ডেইরির উদ্যোগে ও চ্যানেল আই-এর সহযোগিতায় দেশে প্রথমবারের মতো শুরু হয় ‘আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গান’ প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। হারিয়ে যাওয়া জনপ্রিয় সব লোকসঙ্গীত, যা এক সময়ের বাংলার মানুষের মুখে মুখে ছিল এবং এগুলো মানুষ গাইত আপন মনে। আধুনিক ও পাশ্চাত্য সেসব লোকগান আজ বিলুপ্তির পথে। তাই আড়ং ডেইরি বাংলার এসব গানকে নতুনভাবে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি নবীন কণ্ঠ শিল্পীদের লোকগানে উৎসাহিত করার জন্যই এমন আয়োজনের উদ্যোগ নেয়। আধুনিক উপস্থাপনা তথা ফিউশনের মাধ্যমে এসব লোকগান দর্শক-শ্রোতার কাছে তুলে ধরা হয়। বাংলার লোকগানের উৎকর্ষ সাধন তথা নতুন প্রজন্মের সামনে এ গানের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যেই অনুষ্ঠিত হয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠানটি। সারা দেশের আটটি বিভাগ থেকে হাজার হাজার প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে বাংলার গান পায় ১২০ জন প্রতিযোগী। নির্বাচিত সবাইকে নিয়ে শুরু হয় দ্বিতীয় ধাপ। এরপর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬৬ জনকে নির্বাচিত করা হয়। সেখান থেকে ৩০ জনকে নিয়ে শুরু হয় ক্যাম্প রাউন্ড। ক্যাম্প রাউন্ড থেকে বাছাই করা হয় মূল প্রতিযোগিতার জন্য ১৫ জন প্রতিযোগীকে। নির্বাচিত ১৫ জন থেকে ধাপে ধাপে ফাইনালের জন্য সাত প্রতিযোগীকে নিয়ে আগামী ২২ জুলাই মহোৎসব অনুষ্ঠিত হবে। আড়ং ডেইরি-চ্যানেল আই বাংলার গান প্রতিযোগিতাটি মোট ৩৩টি পর্বে ধারণ করা হয়। এ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজেস। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপু মাহফুজ ও সিজিল মির্জা। পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন