বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা মানুষের ভুলের সৃষ্টি : নোবেলজয়ী মোদিয়ানো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১২:৪১ পিএম

২০১৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক মোদিয়ানো বলেছেন, করোনা মানুষের ভুলের সৃষ্টি। কোয়ারেন্টাইনে তিনি সময় কাটাচ্ছেন বই পড়ে, গান শুনে। । মঙ্গলবার ‘পেন রাইটার্স ডটনেট’ প্রকাশিত তার সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, তার লেখা একটি বিখ্যাত উপন্যাসের নাম ‘মিসিং পারসন’। মিসিং পারসন উপন্যাসে দেখা যায় জিজানি নামের একটা মুখ্য চরিত্র আছে। জগতে সুখী হওয়ার জন্য যা কিছু থাকা দরকার এর সবই আছে ওই ডিজানির।কিন্তু একদিন সকালে সে আবিস্কার করে সে অসহায়।কারণ, অজানা একদল শত্রু তার শহরের সবাইকে মেরে ফেলতে থাকে রহস্যময় কারণে।

তখন উপন্যাসের মুখ্য চরিত্র জিজানি বাসা থেকে না বেরুনোর সিদ্ধান্ত নেন। কিন্তু সে প্রতিদিনই তার বাসার কলিংবেল বাজার শব্দ শুনে। তার মনে হয়, এখনই তার যাবতীয় সুরক্ষা ভেঙে পড়বে এবং সে মারা যাবে। ফলে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
তিনি বলেন, মহামারীর পর অনেক মানুষ বেঁচে থাকলেও তারা অনেক কিছু হারাবে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে মানুষ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল, তেমনই এ মহামারীর ধকল কাটিয়ে উঠতেও সময় লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন