বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

করোনাভাইরাসে দেশে মৃত্যু আরও ১০ জনের, নতুন শনাক্ত ৩৯০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ২:৩৪ পিএম | আপডেট : ২:৩৬ পিএম, ২২ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১২০ জনে দাঁড়ালো। এ ছাড়া, আক্রান্ত আরও ৩৯০ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭২  জনকে শনাক্ত করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. নাসিমা সুলতানা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয়়় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শহীদ উল্লাহ। তিনি বলেছেন, বিভিন্ন হাসপাতালে জেপিপিই ও মাস্ক পাঠানো হচ্ছে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান নিয়ন্ত্রিত।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৯৬টি। এর মধ্যে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৩৯০ জন। মৃত্যুবরণ করার ১০ জনের মধ্য  পুরুষ ৭ জন ও নারী ৩ জন। এদের মধ্যে ৬০ বছরের উপরে ৩ জন, পঞ্চাশোর্ধ ২ জন, ৪০ বছরের ঊর্ধ্বে ৩ জন এবং ২১ বছরের উর্ধ্বে দুইজন। এ নিয়ে সর্বমোট ১২০ জন মৃত্যুবরণ করেছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৫জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন