শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

আমার ব্যাংকে কিছু টাকা জমা আছে। সুদ আমি নেব না নিয়ত করে টাকাগুলো সেখানে রেখিছি। প্রশ্ন হলো, সুদের টাকায় যদি এখন আমি গরীবদের ত্রাণ দেই, আমার কি গোনাহ হবে?

মিলন ইকবাল
ইমেইল থেকে

প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৭:২৩ পিএম

উত্তর : আপনার একটি গুনাহ হতে পারে । সেটি সুদ গ্রহণের। তবে নিয়ত রাখতে হবে যে, আমি সুদ নিজের জন্য নেই নাই। এই সুদের টাকা দিয়ে ব্যাংক যেন আরও সুদের বিস্তার করতে না পারে, সে জন্য টাকাটা সরিয়ে ফেলছি। আর এটাকা সুদের, তাই এতে কারো কোনো সওয়াব হতে পারে না। এমনিতেই বিপদের দিনে মানুষের কাজে লাগছে বলে বিলিয়ে বা ছড়িয়ে দিলাম। মনে রাখবেন,হারাম অর্থ সম্পদ দান করে সওয়াবের আশা করলে মানুষের ঈমানই নষ্ট হয়ে যায়। অবশ্য সুদের টাকা বর্ণিত নিয়তে মানুষের জন্য নিলে সুদ নেওয়ার গুনাহ আল্লাহ আপনাকে নাও দিতে পারেন। এখানে আপনি সুদের গতিরোধের চেষ্টাও করেছেন। এরপরও আল্লাহর কাছে অধিক তওবা ইস্তেগফার করতে থাকা চাই।

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Abu bakkar ৪ সেপ্টেম্বর, ২০২০, ৪:০১ পিএম says : 0
আমি SRDP এর মাধ্যমে ব্যংকে টাকা রেখছি।প্রতি মাসে ৫০০ টাকা ডিপোজিট হয়।৩বছর পর্যন্ত প্রতিমাসে ৫০০টাকা করে কাটবে।যেখানে ৩ বছরে ১৮হাজার টাকা রাখার পর তারা ১৯৭২২ টাকা দিবে।লাভ যে ১৭২২ টাকা দিবে ওটা কি সুদের আওতায় পড়বে?যদি সুদ হয় এমতাবস্থায় আমার করনীয় কি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন