উত্তর : আপনার একটি গুনাহ হতে পারে । সেটি সুদ গ্রহণের। তবে নিয়ত রাখতে হবে যে, আমি সুদ নিজের জন্য নেই নাই। এই সুদের টাকা দিয়ে ব্যাংক যেন আরও সুদের বিস্তার করতে না পারে, সে জন্য টাকাটা সরিয়ে ফেলছি। আর এটাকা সুদের, তাই এতে কারো কোনো সওয়াব হতে পারে না। এমনিতেই বিপদের দিনে মানুষের কাজে লাগছে বলে বিলিয়ে বা ছড়িয়ে দিলাম। মনে রাখবেন,হারাম অর্থ সম্পদ দান করে সওয়াবের আশা করলে মানুষের ঈমানই নষ্ট হয়ে যায়। অবশ্য সুদের টাকা বর্ণিত নিয়তে মানুষের জন্য নিলে সুদ নেওয়ার গুনাহ আল্লাহ আপনাকে নাও দিতে পারেন। এখানে আপনি সুদের গতিরোধের চেষ্টাও করেছেন। এরপরও আল্লাহর কাছে অধিক তওবা ইস্তেগফার করতে থাকা চাই।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন