বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ দেশের আরও পাঁচ স্থানে সুরক্ষা সামগ্রী সরবরাহ এনআরবিসি ব্যাংকের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ৭:২৪ পিএম

করোনাভাইরাস সংক্রমণরোধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী দেয়া অব্যাহত রেখেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। বুধবার (২২ এপ্রিল) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, বরিশালের আগৈলঝরা উপজেলা হাসপাতাল ও গৌরনদী উপজেলা হাসপাতাল, পিরোজপুরের নেছারাবাদ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সসহ সিলেটের গোয়াইনঘাট এবং ঝালকাঠি অঞ্চলের করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিবেদিত হাসপাতাল সমূহে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যাংকের পক্ষ থেকে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতিটি হাসপাতালের জন্য ৪৫০টি পিপিই, ৫০০টি সার্জিক্যাল মাস্ক, ৭৫টি কেএন-৯৫ মাস্ক এবং উল্লেখযোগ্য সংখ্যক বিশেষ চশমা ও হেডশিল্ড সরবরাহ করা হয়।

এরআগে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতাল, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, নারায়নগঞ্জ জেলার খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল এবং চট্টগ্রাম, সিলেট ও বরিশালে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিবেদিত হাসপাতাল সমূহে নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন