শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

লকডাউনে চবির লাইব্রেরি থেকে ১৪ কম্পিউটার চুরি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

লকডাউনের মধ্যে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির প্রতিবন্ধী ই-লার্নিং সেন্টারের ১৪টি কম্পিউটার চুরি হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি জানতে পারে প্রশাসন। সরকারের এক্সেস টু ইনফরমেশ প্রকল্পের অধীন এ সেন্টার তৈরি করে গতবছর ১৪টি কম্পিউটার বসানো হয়। এর ৪টি কম্পিউটারের সিপিইউ, ১৪টি মনিটর চুরি হয়ে গেছে।
লাইব্রেরিয়ান এ কে এম মাহফুজুল হক বলেন, গ্রিল কেটে সবকটি কম্পিউটারের মনিটর এবং ৪টির সিপিইউ নিয়ে গেছে চোরেরা। লাইব্রেরির পেছনের পাহাড়ে পরিত্যক্ত ৪টি সিপিইউ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন ধরে এসব মালামাল সরিয়ে নেয় চোরের দল এবং তারা ক্যাম্পাসের কেউ।
মেডিক্যাল সেন্টার থেকে ছাত্রলীগ কর্মীদের চিকিৎসা সামগ্রী লুট, নিরাপত্তা কর্মীকে ছাত্রলীগ নেতার মারধর এবং পরে ওই নেতার আস্তানা থেকে বিপুল পরিমাণ লুটের মালামাল উদ্ধারের ঘটনায় তোলপাড়ের মধ্যে এমন চুরির ঘটনা ঘটলো।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন