শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামের রাউজান উপজেলা লকডাউন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৪১ এএম

এবার চট্টগ্রামের রাউজান উপজেলা লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘোষণা দেয়া হয়। সন্ধ্যা ৬টা থেকে লকডাউন শুরু হচ্ছে ।
করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঠেকাতে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারীর পর রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবীর সোহাগ জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সকালে জারি করা ওই গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষে রাউজান উপজেলাকে লকডাউন ঘোষণা করা হলো।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা থেকে সড়ক, নৌ বা অন্য কোনো পথে কোনো ব্যক্তি বা যানবাহন বের হতে পারবে না। অন্য কোনো উপজেলা থেকে আসতে পারবে না। পাশাপাশি সব ধরণের যানবাহন ও জনসমাগম বন্ধ থাকবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে।

তবে লকডাউনের সময় বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, ব্যাংকিংসহ জরুরি পরিসেবায়, চিকিৎসা ও ওষুধ সরবরাহ কাজে, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য পরিবহন এবং কৃষিপণ্য পরিবহনে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য উপরের নির্দেশনা শিথিল থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৫ এপ্রিল সাতকানিয়া উপজেলা লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। ওইদিন রাতে লোহাগাড়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়। গত ১৭ এপ্রিল চট্টগ্রামের আরেক উপজেলা বাঁশখালী লকডাউন ঘোষণা করা হয়। ২০ এপ্রিল হাটহাজারী উপজেলা লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন