শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কোভিড-১৯ ত্রাণে লেডি গাগা’র ১২৮ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২০, ১১:৫২ পিএম

পপ তারকা লেডি গাগার উদ্যোগে কোভিড-১৯ ত্রাণ কনসার্ট ‘ওয়ান ওয়ার্ল্ড : টুগেদার অ্যাট হোম’ থেকে যুক্তরাষ্ট্রে ১২৮ মিলিয়ন ডলার (১০৮৫ কোটি টাকা) তহবিল সংগ্রহ হয়েছে। দুই ঘণ্টার এই গাগা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন স্টিভি ওয়ান্ডার, পল ম্যাকার্টনি, এল্টন জন, লিজো এবং টেইলর সুইফট। বলিউড থেকে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াও এতে অংশ নেন। ‘পোকার ফেইস’ গানের জন্য খ্যাত গাগা চার্লি চ্যাপলিনের ‘স্মাইল’ ভিডিও ক্লিপ দিয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠান শেষ হয় সেলিন ডিয়ন এবং আন্দ্রেয়া বোচেল্লির সঙ্গে সব শিল্পীদের নিয়ে ‘দ্য প্রেয়ার’ গানটি দিয়ে। গ্লোবাল সিটিজেন সংগঠনের একজন কর্মকর্তা জানায় অনলাইন অনুষ্ঠানটি থেকে কোভিড-১৯ ত্রাণের জন্য সর্বমোট ১২৭.৯ মিলিয়ন ডলার তহবিল সংগৃহীত হয়েছে। বার্তায় লেখা হয় : আপনাকে ধন্যবাদ লেডি গাগা এই ঐতিহাসিক অনুষ্ঠান সফল করতে গ্লোবাল সিটিজেনকে সহায়তা করার জন্য। সারা দুনিয়ার মানুষের উদ্দেশে : শক্তি রাখুন, নিরাপদ থাকুন, অচিরেই আমারা আপনার কাছে আসব।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন