শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ব্রিটেনে পরীক্ষামূলক ভাবে মানবদেহে প্রথম কোভিড ১৯ ভ্যাকসিন

যুক্তরাজ্য সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ৯:২৯ এএম

ব্রিটেনে মানবদেহে কোভিড ১৯ এর ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল ) ব্রিটেনে পরীক্ষামূলক ভাবে দুইজন স্বেচ্ছাসেবীর দেহে প্রথম কোভিড ১৯ ভাইরাস ভ্যাকসিন বা টিকা দেওয়া হয়। প্রথম টিকা নেওয়া একজনের নাম আলিশা গ্রানা টু ।
তিনি একজন বিজ্ঞানী, তাই বৈজ্ঞানিক এই প্রক্রিয়াকে তিনি সহায়তা করতেই এই টিকা নেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এ ভাইরাসের এই টিকা তৈরীর কাজ শুরু করেন। এ ইনস্টিটিউটের বিজ্ঞানী অধ্যাপক সারাহ গিলবার্ট এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন।
ব্রিটিশ সরকারের কয়েকটি দাতব্য সংস্থার অর্থায়নে গড়ে উঠা এ ইনস্টিটিউটের উদ্দেশ্য সংক্রমণজনিত রোগ নিয়ে গবেষণা আর টিকা তৈরি করা।

প্রফেসর সারাহ গিলবার্ট বলেন, ব্যক্তিগতভাবে এ ভ্যাকসিন এর প্রতি তার আত্মবিশ্বাস রয়েছে।
আশার কথা হল যদি কার্যকরী হয় তাহলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রথমেই এটি উম্মুক্ত করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
munna ৩০ এপ্রিল, ২০২০, ১০:৪৬ এএম says : 0
what will the vaccine actully do??
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন