শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পটুয়াখালীতে কর্মহীন মানুষের মাঝে ১০টাকা কেজি চাল বিক্রি নতুন করে শুরু

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২০, ১:২৬ পিএম

যাচাই-বাছাই শেষে আজ থেকে নতুন করে শুরু হলো কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘষিত বিশেষ ওএমএস কার্যক্রম। পটুয়াখালী জেলায় খোলাবাজারে কর্মহীন প্রান্তিক মানুষের নিকট প্রতি কেজি ১০/- টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

ডিসি মঞ্চ প্রাঙ্গনে পটুয়াখালী সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের ১৫০ জন উপকারভোগীর মাঝে আজ এই চাল বিক্রি করা হয়। পটুয়াখালী জেলার পাঁচটি পৌরসভার মোট ১২,৫০০ জন উপকারভোগী এই সুবিধার আওতায় মাসে ২০ কেজি চাল পাবেন।
সুবিধাভোগীদের নামের তালিকা প্রত্যেক উপজেলা প্রশাসনের ওয়েবসাইটে এবং পৌরসভা কার্যালয়ের নোটিশবোর্ডে প্রকাশ করা হবে। কোন অভিযোগ, আপত্তি পাওয়া গেলে যাচাইক্রমে ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন