বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তেল চুরির ঘটনায় পশ্চিম রেলের প্রকৌশলী আটক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ১২:৩৩ পিএম

রাজশাহীতে রেলওয়ের তেল চুরির ঘটনায় জড়িত থাকায় পশ্চিমাঞ্চলের সিনিয়র সহকারি প্রকৌশলী আবুল হাসানকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
রেলওয়ের নিরাপত্তা বাহিনীর কমানডেন্ট মোর্শেদ আলম বলেন, শুক্রবার রাতে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর মধ্যে একজন রয়েছেন যমুনা প্রট্রোলিয়াম কোম্পানীর সহকারী ম্যানেজার আশফাকুল ইসলাম, তেল ক্রেতা রবিউল ইসলাম ও ট্রাক চালক বাবু আলী খান।
বৃহস্পতিবার রাজশাহী পশ্চিম রেলের একটি ওয়াগান থেকে তেল চুরির সময় একটি লরি হাতেনাতে জব্দ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও রাজশাহী রেলওয়ের ডিপো ইনচার্জ সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করে।
আটককৃতরা হলেন, যমুনা পেট্রোলিয়াম কম্পানীর রাজশাহী ডিপো ইনচার্জ আফজাল হোসেন, কর্মচারী মুকুল হোসেন ও ট্রাকের সহকারী চালক ইলিয়াস হোসেন। তাদেরকে রেলওয়ে জিআরপি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন