শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রমজানে যশোরে হঠাৎ সবজির মূল্য বেড়েছে, চাষিরা খুশি ভোক্তাদের চোখ কপালে

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ২:১১ পিএম

রমজানে যশোরের সবজি চাষিদের পোয়াবারো। রাতারাতি মূল্য বেড়ে গেছে। এক কেজি বেগুন একলাফে ২৫টাকার থেকে ৬০টাকায় উঠেছে। এতে খুব খুশি সবজি চাষিরা। কিন্তু চোখ কপালে উঠছে ভোক্তাদের। শনিবার যশোরের কাঁচাবাজার খবর এটি।

যশোরের জেলা বাজার কর্মকর্তা মোঃ সুজাত হোসেন খানও বেগুনসহ সবজির মূল্য হঠাৎবৃদ্ধির কথা স্বীকার করেছেন। তিনি বললেন, শুক্রবার যশোরের সবজির পাইকারি বাজার বারীনগর পরিদর্শনে গিয়ে দেখতে পান যে বেগুন ছিল ২৫টাকা কেজি, তা বিক্রি হচ্ছে ৬০টাকা। পটল ১৫টাকার থেকে বৃদ্ধি পেয়েছে ২৫/৩০টাকা। এছাড়া তরি তরকারির মূল্য বেশ বেড়েছে।

তার কথা, রমজান উপলক্ষে ‘ভেজিটেবল জোন’ যশোর থেকে ট্রাক ট্রাক সবজি যাচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে। সেজন্য সবজির চাহিদা বেড়ে গেছে। বাড়ছে মূল্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন