বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুসলমানদের উপরে দোষ চাপাবেন না -মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৪:২২ পিএম

করোনাভাইরাস ছড়ানোর জন্য মুসলমানদের উপরে দোষ না চাপাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল পম্পেও। বৃহস্পতিবার পবিত্র রমজান উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান জানান।

বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামারির কারণে পবিত্র রমজান উদযাপনের পরিকল্পনা এমনিতেই বদলে গেছে। তার মধ্যে আবার কোভিড-১৯ এর সংক্রমণের সঙ্গে মুসলিমসহ কয়েকটি ধর্মীয় গোষ্ঠীকে এটি ছড়ানোর জন্য অহেতুক দায়ী করে প্রচারণা চালানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। আমরা কোভিড-১৯ সংকট মোকাবেলার লড়াই অব্যাহত রাখার পাশাপাশি সব সরকার ও সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবো সেবা ও ঐক্যের প্রতি জোর দেয়ার জন্য। তাদের বলবো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ও প্রান্তিক মানুষদের স্বাস্থ্য আর নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে। রমজান হলো সব ধর্মবিশ্বাসী মানুষের জন্য সহমর্মিতাকে এগিয়ে নেয়া, নিজেদের কার্যকলাপের ভালোমন্দ খতিয়ে দেখা এবং কষ্টের সময়ে সবার নিরাপদে থাকা নিশ্চিত করার বিষয়গুলো মনে করিয়ে দেয়ার একটি উপলক্ষ।’ তিনি বলেন, ‘সাধারণ পরিস্থিতিতে বিশ্বজুড়ে আমাদের অনেক দূতাবাস এবং কনস্যুলেট রমজানের শান্তি ও বন্ধুত্বের মূল্যবোধ উদযাপন করতে ইফতারের আয়োজন করে। এ বছর তারা সৃজনশীল কোন পদ্ধতিতে তা করবে যা আমাদের অভিন্ন মানবতা এবং দেশেবিদেশে ধর্মীয় স্বাধীনতা ও অন্তর্ভুক্তির প্রতি অঙ্গীকার তুলে ধরা অব্যাহত রাখবে। আমি আবারও আশা প্রকাশ করছি যেন বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষ মঙ্গলময় ও শান্তিপূর্ণভাবে রমজান উদযাপন করতে পারেন।’ সূত্র: ডন। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sahin sk ২৬ এপ্রিল, ২০২০, ১০:৩৭ এএম says : 0
ভারতে মুসলমানদের ওপর করোনা ভাইরাস ভিত্তি করে ছাপানো হচ্ছে তা তদন্ত করা হোক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন