শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাঠ প্রশাসনে চলছে মনিটরিং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা পালাক্রমে অফিস শুরু করেছেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২০, ৪:৩৫ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনেও মাঠ প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা ও কর্মচারী। মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিরে সমন্বয়ে এসব কর্মকর্তাদের প্রতিদিন অফিস করবেন বলেন অফিস আদেশ জারি করা হয়েছে।
শনিবার থেকে এসব কর্মকর্তা সচিবালয়ে অফিস করেছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয় অনুবিভাগ) মো.সামসুল আরেফিন। তিনি বলেন, আমরা মাঠ প্রশাসনের কর্মকর্তা ডিসি ও ইউএনওদের সঙ্গে যোগাযোগ করছি। তারা ত্রাণ বিতরন এবং তালিকা তৈরিতে সমস্যায় পড়ছে কি না এ গুলো মনিটরিং করা হয়েছে।
গত ২৩ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলায় সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনে গতকাল শনিবার (২৫এপ্রিল) থেকে আগামী ৫ মে পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ ও মাঠ প্রশাসনের সাথে সংযোগ সাধানের জন্য নি¤েœাক্ত কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হলো। দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা সকাল ১০ থেকে ১টা পর্যন্ত অফিসে উপস্থিত হয়ে এ দায়িত্ব পালন করবেন বলা হয়েছে আদেশে।
গতকাল যেসব কর্মকর্তা সচিবালয়ে এসে দায়িত্ব পালন করেছেন তারা হলেন, অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন, যুগ্মসচিব মো. রাহাত আনোয়ার,যুগ্মসচিব সাবিরুল ইসলাম,উপসচিব মো. রফিকুল ইসলাম, উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন। আজ রোববার দায়িত্ব পালন করবেন, অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) আ:গফফার খান, যুগ্ম সচিব শফিউল আজিম, উপসচিব, ফিরোজ আহমেদ, উপসচিব, ছাইফুল ইসলাম এবং উপসচিব সাজ্জাদুল হাসান। সোমবার দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক,যুগ্ম সচিব মো. মুশফিকুর রহমান, খলিলুর রহমান, উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী এবং সিনিয়র সহকারি সচিব তৌহিদ এলাহী। মঙ্গলবার দায়িত্ব পালন করবেন, অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল, যুগ্ম সচিব মো. সাজেদুল ইসলাম, সাবিরুল ইসলাম এবং উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
বুধবার দায়িত্ব পালন করবেন, অতিরিক্ত সচিব সামসুল আরেফিন, উপসচিব সাইফুল ইসলাম, সাইদুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান এবং তানভীর রহমান।
বৃহস্পতিবার দায়িত্ব পালন করবেন, অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক, যুগ্ম সচিব মো. মুশফিকুর রহমান, খলিলুর রহমানসহ মন্ত্রিপরিষদ বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা পালাক্রমে আগামী ৫ মে পযন্ত দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শওকত আকবর ২৫ এপ্রিল, ২০২০, ৫:১৩ পিএম says : 0
কিছু কিছু প্রাইভেট কোম্পানী থেকে ফোন করে কাজে যোগদান করতে বলা হচ্ছে।গনপরিবহন চালু না হলে গ্রামান্চলের লোকজন কি ভাবে যাবে? এরা এখন চাকরী হাড়ানোর সংকায় ভুগছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন