বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মক্কা ছাড়া সউদীতে শিথিল হলো কারফিউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ১০:৪১ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র মক্কা নগরী বাদে সউদী আরবের অন্যান্য প্রদেশে কারফিউ শিথিল করা হয়েছে। বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক আদেশে মক্কা ছাড়া অন্য শহরের কারফিউ শিথিলের ঘোষণা দেন। রোববার থেকে এই নিদের্শনা কার্যকর হচ্ছে।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব অঞ্চলের বাসিন্দা ঘরের বাইরে যেতে পারবেন।

সউদী আরবে আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত শপিংমল, পাইকারি ও খুচরা দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে মক্কায় ২৪ ঘণ্টার কারফিউ বহাল থাকবে।

কারখানা ও কন্ট্রাক্টিং কোম্পানি তাদের সময়মতো নিষেধাজ্ঞা ছাড়াই কার্যক্রমে ফিরে আসতে পারবে।

বাদশাহ সামলান বিন আবদুল আজিজের নির্দেশে এই রাজকীয় ফরমান জারি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত নির্দেশনা, সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ভিত্তিতে অর্থনৈতিক, বাণিজ্যিক ও শিল্প কলকারখানার কার্যক্রম পরিচালনা করতে হবে। কর্তৃপক্ষ সবসময় করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন