শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইস্তাম্বুলে ডেপুটি মেয়রকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে ডেপুটি মেয়রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। অফিসে ঢুকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়লে ডেপুটি মেয়র সেমিল কানদাস মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় প্রাচীন এই নগরীর সিসলি জেলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ব্যর্থ অভ্যুত্থানের দুইদিন পর সপ্তাহের প্রথম দিনে তুরস্কের সরকারি-বেসরকারি অফিস খোলা হয়। ইস্তাম্বুলের সিসলি ডিস্ট্রিক সিটি হলে ডেপুটি মেয়র সেমিল কানদাস কর্মরত ছিলেন। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিসে ঢুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর থেকেই অস্থির হয়ে আছে তুরস্ক। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন