শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৩:১৮ পিএম

গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় আটলানটেক্স এ্যাপারেলস (প্রা:)লি: নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা বেতনের দাবীতে কারখানার সামনে সালনা-শিমুলতলী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এছাড়া, স্টাইল ক্যাপ নামে একটি পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবীতে ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
শ্রমিকরা জানায়, করোনা আতঙ্কে সারাদেশে গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষনা করা হলে শ্রমিকরা
বেতন বকেয়া রেখেই বাড়ি চলে যায়। পরে মালিকপক্ষ কারখানা চালু করলে যে শ্রমিকরা কাজে যোগ দেয়। কিন্তু মার্চ মাসের বকেয়া বেতন দিতে গরিমসি শুরু করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে আজ সকালে শ্রমিকরা একমাসের বকেয়া বেতনের দাবীতে কারখানায় কর্মবিরতি ঘোষণা করে বিক্ষোভ শুরু করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন