শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাইড্রোক্সিক্লোরোকুইনের পার্শ্বপ্রতিক্রিয়া মারাত্মক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে ম্যালেরিয়ার প্রতিষেধক ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়েই শুরু হয়েছে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা। কিন্তু এবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ওষুধটির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে সতর্ক করেছে। হাসপাতালের বাইরে এই ওষুধ গ্রহণ না করা এবং রোগীকে সঠিকভাবে পর্যবেক্ষণ ও পরীক্ষা করার পরই এই ওষুধ ব্যবহার করতে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এখবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ৪ এপ্রিল এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণের পরামর্শ দেন। তিনি দাবি করেন, করোনার চিকিৎসায় এই ওষুধ ‘গেম চেঞ্জার’ হতে পারে। হাইড্রোক্সিক্লোরোকুইন ও ক্লোরোকুইন ওষুধগুলি ম‚লত ম্যালেরিয়া প্রতিষেধক হিসেবেই ব্যবহার করা হয়। এক্ষেত্রে কোভিড-১৯ ভাইরাসের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ম্যালেরিয়ার সঙ্গে মিলে যাওয়ায় প্রাথমিকভাবে রোগীকে দেওয়া হচ্ছে ওষুধটি। এর পাশাপাশি যাদের আর্থারাইটিস রয়েছে তাদের ক্ষেত্রেও একই জেনেরিক নামের হাইড্রোক্সিক্লোরোকুইন সালফেট ওষুধটি দেওয়া হয়, যা এফডিআই দ্বারা স্বীকৃত। এফডিএ কমিশনার স্টিফেন এম হান বলেন, আমরা বুঝতে পারছি স্বাস্থ্যকর্মীরা রোগীদের শারীরিক অবস্থার উন্নতির জন্য বিকল্প ব্যবস্থার সন্ধান করছেন। কিন্তু সেই চিকিৎসায় যাতে কোনও ক্রুটি না থাকে সেজন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলি জানিয়ে রাখছি। হান আরও বলেন, কোভিড-১৯ রোগীদের ওপর এই ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে যখন ক্লিনিক্যাল ট্রায়াল চলছে তখন সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো আমাদের বিবেচনায় রাখতে হবে। এফডিএ জানায়, কোভিড-১৯ চিকিৎসায় এই ওষুধ নিরাপদ বা কার্যকারিতা প্রমাণিত হয়। ঝুঁকি কমাতে রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য আমরা চিকিৎসা বিশেষজ্ঞদের উৎসাহ দিচ্ছি। এফডিএ সম্ভাব্য ঝুঁকি নিয়ে তদন্ত ও পর্যালোচনা অব্যাহত রাখবে। আরও বেশি তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন