শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মির্জাপুরে চারটি ড্রেজার ধ্বংস দশ হাজার টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২০, ৯:১৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে চারটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমান পাইপ ধ্বংস করা হয়েছে। এ সময় রানা খান নামে এক ব্যক্তির কাছ থেকে দশ হাজার টাকা জরিমানাও আদায় করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার উয়ার্শী ইউনিয়নে বংশী নদীর দেওলীপাড়া, সাফর্তা, নওগাও ও নাগরপাড়াসহ একাধিক স্থানে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।খবর পেয়ে দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে তিনটি স্পটের অবৈধ বালু উত্তোলনকারী পালিয়ে গেলেও সাফর্তা গ্রামের রানা খানকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে বালু উত্তোলনের কাজের ৪ টি ড্রেজার ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন অভিযানের সত্যতা স্বীকার করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন