বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের পরিচালকসহ ৮ জন গ্রেফতার

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পাসপোর্ট ও বহির্গমন অধিদফতরের পরিচালক মুন্সী মুয়ীদ ইকরামসহ সারাদেশে ৮ জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের উপ-পরিচালক মো. বেনজীর আহম্মেদ তাদের গ্রেফতার করেন। অপর আসামি হলেন, পাসপোর্টের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উচ্চমান সহকারী মো. সাইফুল ইসলাম। গ্রেফতারের আগে তাদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে দুদক। মামলায় দ-বিধির ৪২০/৪৬৭/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সনের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা প্রয়োগ করা হয়। এজাহারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাধারণ পাসপোর্টকে ‘অফিসিয়াল পাসপোর্ট’ বানিয়ে ৬৬ ব্যক্তিকে ‘সরকারি কর্মকর্তা’ হিসেবে বিদেশ যাওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ আনা হয়। এ অভিযোগে কয়েক মাস আগে মুন্সি মুয়ীদ ইকরামকে সাময়িক বরখাস্ত করে পাসপোর্ট অধিদফতর।
গ্রেফতার হওয়া অন্যরা হলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, লালমনিরহাট শাখার ম্যানেজার মো. হাসান আলী, ফরিদপুর আলফাডাঙ্গা থানার কুসুমদী গ্রামের মো. আকরাম হোসেন, যশোরের মনিরামপুর থানার পায়খাকুয়া গ্রামের মিজানুর রহমান, একই জেলার মনিরামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোবারক আলী খাঁ, সিলেট সদর সাব-রেজিস্ট্রার অফিসের ডিড রাইটার মো. বাহারউদ্দিন এবং টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলেঙ্গা গ্রামের মো. আরিফুর রহমান। তাদের বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ থানা, যশোরে মনিরাপুর, ফরিদপুর সদর ও লালমনিরহাট সদর থানায় বিভিন্ন অফিসে মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন