শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্বপ্নদলের অনলাইন ভার্চুয়াল নাট্যকর্মশালা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১২:০৩ এএম

‘সামাজিক দূরত্বের বিপরীতে বুদ্ধিবৃত্তিক নৈকট্য’- স্লােগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে ২৪ দিনব্যাপী ‘অনলাইন ভার্চুয়াল নাট্যকর্মশালা ২০২০’-এর ১০ দিনব্যাপী তৃতীয় পর্যায় অত্যন্ত সফলভাবে শেষ হলো গত ২৪শে এপ্রিল। পৃথিবীর উল্লেখযোগ্য অভিনয়রীতি তথা নাট্যতত্ত্বভিত্তিক এ তৃতীয় পর্যায়ের পূর্ববর্তী এক সপ্তাহ করে দুই ধাপে ছিলো পৃথিবীর গুরুত্বপূর্ণ সর্ব-অঞ্চলের নাট্য-উদ্ভব, বিকাশ ও নাট্য-স্বকীয়তা নিয়ে আলোচনা। অনলাইন কর্মশালাটি পরিচালনা করেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর জাহিদ রিপন এবং দলের ১৪জন সদস্য যুক্ত ছিলেন এ কার্যক্রমে। প্রসঙ্গত, সর্বপরিস্থিতিতে থিয়েটারকর্মীর নিয়মিত আবশ্যিক প্রস্তুতি অব্যাহত রাখতেই করোনাকালে আয়োজন করা হয়েছিলো স্বপ্নদলের ‘অনলাইন ভার্চুয়াল নাট্যকর্মশালা ২০২০’। কর্মশালার পাশাপাশি স্বপ্নদলের সভ্যবৃন্দ সামর্থ্যানুযায়ী করোনা-দুর্গতদের পাশে অবস্থানে সচেষ্ট রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন