শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশালে নৌদস্যুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশালের বিভিন্ন নদ-নদী থেকে নৌদস্যুদের উচ্ছেদ, জাটকা ও মা ইলিশ রক্ষায় ২০০৯-২০১০ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিপত্রের বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বরিশাল উপজেলা শাখা। গতকাল সকালে বরিশাল সদর উপজেলা চত্বরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ভিজিএফ কার্ড বিতরণে দুর্নীতি বন্ধেরও দাবি জানায়। বিক্ষোভ মিছিলে উপজেলা সভাপতি মো: বাবুল হাওলাদার, সাধারণ সম্পাদক মো: আলম চাপরাশী, উপজেলা সহ-সভাপতি মো: মকবুল হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো: হালিম হাওলাদার, মো: মামুন বেপারী ও মো: ইউসুব আলী ঘরামীসহ অন্য নেতৃবৃন্দ অংশ নেন। বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন