মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কবে থেকে শুরু হতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২০, ১:১৩ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে ক্রীড়াজগতে তালা পড়েছে। প্রাণঘাতি ভাইরাসের কারণে ইউরোপের সমস্ত ফুটবল প্রতিযোগিতা এখন বন্ধ। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বুন্দেসলিগা ফের শুরু হতে হয়েছে। ইতালিতে ১৮মে থেকে দলগত প্রস্তুতি শুরু হচ্ছে। কিন্তু কবে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)?

ইপিএল কত দিন স্থগিত রয়েছে?
করোনাভাইরাসের কারণে সেই প্রায় দেড় মাস ধরে ইপিএল থমকে রয়েছে। এই সপ্তাহ থেকে এবার লিগ শুরু নিয়ে তোড়জোড়া শুরু করা হচ্ছে।

কবে শুরু হতে পারে?
প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮ জুন থেকে বন্ধ থাকা প্রিমিয়ার লিগ শুরু হতে পারে। ২৭ জুলাইয়ের মধ্যে লিগ শেষ পরিকল্পনা রাখা হয়েছে।

অনুশীলন মাঠ খুলে দেওয়া হয়েছে
ফুটবলের মধ্যে দিয়ে করোনা পরবর্তী সময়ে দেশকে চাঙ্গা করতে চাইছে ব্রিটিশ প্রশাসন। প্রজেক্ট রিস্টার্ট প্রকল্পের মধ্যে দিয়ে করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ইংলিশ প্রিমিয়ার লিগ আবার শুরু করা নিয়ে এই সপ্তাহ থেকেই পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। আর্সেনাল, ব্রাইটন ও ওয়েস্টহ্যাম ক্লাবগুলির খেলোয়াড়দের এককভাবে অনুশীলন করার জন্য গতকাল (সোমবার) থেকে মাঠে খুলেও দেওয়া হয়।

লিগ কর্তৃপক্ষের মত
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ৮ জুন থেকে আবার লিগ শুরু করা নিয়ে আশাবাদী। জুলাইয়ের মধ্যেই লিগ শেষ করা নিয়ে তারা আশা রাখছেন। আগস্টেই আবার চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ম্যাচ রয়েছে। যদিও করোনা ধাক্কায় দুই লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

দর্শকশূন্য ম্যাচ
লিগ শুরু করার বিষয়টি নিয়ে আগামী শুক্রবার আবার ইপিএলের শীর্ষ ক্লাবগুলি সভায় বসবে। তবে ৮ জুন থেকে লিগ শুরু হলে তা দর্শকশূন্য মাঠেই হবে বলে জানা গিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন