শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চাকার সংশোধন আজ থেকে

প্রকাশের সময় : ২০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপে ত্রæটিপূর্ণ বোলিং অ্যাকশনে পেস বোলার তাসকিন এবং বাঁ হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশনের বৈধতা পায়নি। চেন্নাইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় অবৈধ ঘোষিত হয়েছে এই দুই বোলারের বোলিং অ্যাকশন। এই দুই বোলারকে নিয়ে যখন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিসিবি, তখন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে কঠোর পর্যক্ষেণে থাকা বোলারদের মধ্যে ১২ জনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ পোষণ করেছেন আম্পায়াররা। মোহামেডানের বাঁ হাতি স্পিনার নাইম ইসলাম জুনিয়র, আবাহনীর বাঁ হাতি স্পিনার নয়ন, ব্রাদার্সের অফ স্পিনার সঞ্জিত সাহা, গাজী গ্রæপ ক্রিকেটার্সের অফ স্পিনার মুস্তাফিজুর রহমান ও বাঁ হাতি স্পিনার মইনুল ইসলাম, প্রাইম দোলেশ্বরের বাঁ হাতি স্পিনার রেজাউল কবির রাজিব, কলাবাগান ক্রীড়া চক্রের অফ স্পিনার শরিফুল্লাহ, লিজেন্ডস অব রূপগঞ্জের অফ স্পিনার আসিফ আহমেদ রাতুল, মোহামেডানের বাঁ হাতি স্পিনার ফয়সাল হোসেন ডিকেন্স ও সিসিএসের ডানহাতি পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন। ত্রæটিপূর্ণ বোলিং অ্যাকশনে সন্দেহের মুখে পড়া এইসব বোলারদের বোলিং অ্যাকশন সংশোধনে সর্বশেষ বোর্ড সভায় গঠিত হয়েছে বোলিং রিভিউ কমিটি। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে প্রধান করে জাতীয় দলের সাবেক পেস বোলার দীপু রায় চৌধুরী ও গোলাম ফারুক সুরু এবং লেগ স্পিনার ওমর খালেদ রুমিকে নিয়ে গঠিত এই কমিটি ব্যস্ত হচ্ছে আজ থেকে। আজ মাশরাফিদের কন্ডিশনিং ক্যাম্প যখন হবে শুরু, তখন পাশাপাশি পর্যায়ক্রমে চলবে চাকার সংশোধনের কাজ।
শুরুতে বোলিং রিভিউ কমিটির পরীক্ষাগারে পরীক্ষণপাত্র মোহামেডানের নাইম ইসলাম জুনিয়র এবং আবাহনীর নয়ন। তাদের বোলিং অ্যাকশন পরীক্ষায় ইতোমধ্যে ৬টি টু ডি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে মিনি ল্যাবরেটরি স্থাপনে থ্রি ডি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্ব দিচ্ছে বোলিং রিভিউ কমিটি। গতকাল এ তথ্যই দিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ ‘আমরা দুইজন বোলার নিয়ে কাজ শুরু করবো। আগামীকাল (আজ) সকাল দশটায় কাজ শুরু হবে। ক্যামেরা যা সেটআপ করার আমার করে রাখবো। দুইজন বোলার হচ্ছে নাঈম ইসলাম জুনিয়র ও অমিতাভ নয়ন। এই দুইজনকে নিয়ে আমরা প্রথম দিন কাজ করবো।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন