উত্তর : আপনাকে রোযা রাখতে হবে। রোযা তখনই ছাড়া যেত যখন আপনার সন্তান দুধ না পেয়ে কষ্ট করতো। আপনি যদি অসহনীয় পর্যায়ের অসুস্থতা ও কষ্টে পড়তেন কিংবা জীবন নাশের মতো রোগী হয়ে পড়তেন। তখন আপনি রোযা ছেড়ে দিতে পারতেন। এখানে যে সব অসুবিধা দেখা যাচ্ছে যেমন- গলা শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, খুব দুর্বল হয়ে পড়া ও কাজে মনোনিবেশ করতে না পারা। এসব যদি রোযা ছেড়ে দেওয়া জায়েজ হওয়ার পর্যায়ে চলে যায় তাহলে অসুস্থ ব্যক্তির মতো আপনিও রোযা ছাড়তে পারবেন। তবে পরে এসব রোযা কাজা করতে হবে। আর যদি এসব অসুবিধা একটু সাহস করে কাটিয়ে ওঠা যায় আর যথা সময়ে রোযাগুলো পালন করা যায় তাহলেই সব দিক দিয়ে উত্তম। আপনার বর্ণনা অনুসারে বলা যায়, এতোটুকু অসুবিধার জন্য ফরয রোযা ছাড়া যাবে না। আল্লাহর হুকুম পালনে মনস্থির করলে আল্লাহই সাহস, শক্তি ও তাওফিক দিয়ে থাকেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন