শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা পরীক্ষা উন্মুক্ত করা হয়েছে ব্রিটেনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৬:৩৮ পিএম

ব্রিটেনে করোনা পরীক্ষা উন্মুক্ত করা হয়েছে।

ব্রিটিশ সরকার নিয়ম শিথিল করার পর বুধবার থেকে যে কেউ করোনা পরীক্ষা করাতে পারবেন বলে জানা যায়। -বিবিসি
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেয়ার হোমের ৬৫ বছরের বেশি বয়সী বাসিন্দা, কর্মী এবং যারা অত্যাবশ্যকীয় কাজের জন্য বাইরে যান, তাদের অবশ্যই পরীক্ষা করাতে হবে। বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক লাখ মানুষের পরীক্ষা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জানা গেছে, সোমবার পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার মানুষের।
করোনায় ব্রিটেন ও ওয়েলসের মোট মৃত্যুর এক তৃতীয়াংশ ঘটছে কেয়ার হোমে। স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হানকক বলেন, বেশি পরীক্ষা মানুষকে নিরাপদে রাখতে সহায়তা করবে। যোগ্য যে কেউ পরীক্ষা করাতে পারবে। করোনা চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের বাসার লোকজনকে গত সপ্তাহে সরকারের ওয়েবসাইটে নিবন্ধন করতে বলা হয় পরীক্ষার জন্য। এটা আপাতত বন্ধ রয়েছে।

ওয়ার্ল্ডোমিটার অনুযায়ী দেখা গেছে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ১৪৫ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং ২১ হাজার ৬৭৮ জন মারা গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন