শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কারগিল যুদ্ধে পাকিস্তানে বিমান হামলার প্রস্তুতি ছিল ভারতের

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মীরের কারগিল যুদ্ধের সময় ১৯৯৯ সালে পাকিস্তানের ভেতরে ঢুকে দেশটির বিমানঘাঁটিতে হামলার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল ভারতীয় বিমানবাহিনীর সেনারা। কিন্তু শেষ মুহূর্তে শীর্ষ পর্যায়ের নির্দেশ না পাওয়ায় ওই হামলা বাস্তবায়িত হয়নি। ওই হামলার পরিকল্পনা-বিষয়ক এক নথি থেকে সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে স্থানীয় এক সংবাদ মাধ্যম। গোপনীয় ওই নথিতে দেখা যায়, ১৯৯৯ সালের ১৩ জুন ভোরে এ হামলা চালানোর কথা ছিল। পাকিস্তান ও ভারতের মধ্যে তখন কাশ্মীর সীমান্তবর্তী কারগিল অঞ্চলে পুরোদমে লড়াই চলছিল। ১৩ জুন হামলার তারিখ ঠিক হয়েছিল। তারা কোন পথে হামলা চালাবে তার পথও নির্ধারিত হয়েছিল। যুদ্ধবিমানের পাইলটদের জন্য জোগাড় করা হয়েছিল পাকিস্তানি মুদ্রা। যাতে নিয়ন্ত্রণ রেখার ওপারে প্রয়োজনে তা ব্যবহার করা যায়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিংয়ের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সারতাজ আজিজের বৈঠক ভেঙে যাওয়ার পরই এ হামলার পরিকল্পনা হয়। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার সব প্রস্তুতি শেষের মাত্র কয়েক মিনিট আগে পরিকল্পনা বাতিল হয়। এর ফলেই কারগিলের সীমান্ত যুদ্ধ একটি সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়নি। ভারতীয় বিমানবাহিনীর দলিলে দেখা যায়, সারতাজ আজিজ ভারত ছাড়ার পরপরই রাতে সংশ্লিষ্ট সব পাইলটকে ডাকা হয়। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন